সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৬ সেপ্টেম্বর,,,
মনসা পূজার বিসর্জন শেষে পুকুরে স্নান করতে গিয়ে দুই নাবালকের জলে ডুবে মৃত্যুর ঘটনায় শোকে কাতর হয়ে পড়েছে গোটা বিশালগড় মহকুমা। বুধবার বিশালগড় মুড়াবাড়ি সংলগ্ন বালক বাবার আশ্রমের পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় দুই নাবালকের। মৃত দুই নাবালকের নাম সৈকত দেবনাথ এবং দিবাকর দাস। তাদের বয়স ১৪ বছর এবং ১৫ বছর বলে জানা গেছে। তারা দুজন সম্পর্কে মামাতো ভাই। বুধবার তাদের বাড়িতে মনসা পূজার বিসর্জন হয়। বিসর্জনের পর তারা বালক বাবার আশ্রমের পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে পড়ে।
ধারণা করা হচ্ছে একজন জলে ডোবার সময় অন্যজন বাঁচাতে গিয়ে সাঁতার না জানার কারণে দুজনই জলে ডুবে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন টের পেয়ে পুকুর থেকে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব হাসপাতালে ছুটে গিয়ে মৃত দুই নাবালকের পরিবারের লোকেদের সমবেদনা জানান।