Home ত্রিপুরার খবর আগরতলা খবর উদ্দেশ্য মক্কায় পবিত্র হজ্জ পালন; আগরতলা থেকে রওনা হলেন ১০৯ যাত্রী।

উদ্দেশ্য মক্কায় পবিত্র হজ্জ পালন; আগরতলা থেকে রওনা হলেন ১০৯ যাত্রী।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১২ মে,,

পবিত্র মক্কা শরীফে হজের উদ্দেশ্যে রওনা হলেন রাজ্যের ১০৯ জন হজযাত্রী। রাজ্য থেকে এবছর ৩৮ জন মহিলা এবং ৭১ জন পুরুষ হজযাত্রী মক্কায় হজ যাত্রার উদ্দেশ্যে যাচ্ছেন। আগামী ১৭ মে হজযাত্রীরা কলকাতা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে বিমানে উঠবেন। রবিবার সন্ধ্যার বিমানে রাজ্যের হজ যাত্রীরা কলকাতায় চলে গেছেন। এদিন সন্ধ্যার পৃথক পৃথক বিমানে রাজ্যের হজ যাত্রীদের কলকাতায় নিয়ে গেছেন রাজ্য হজ ভবনের কর্মকর্তারা। হজ ভবনের চেয়ারম্যান শাহ আলম মজুমদার, নির্বাহী আধিকারিক হাফিজ উদ্দিন সহ প্রশাসনের কয়েকজন রয়েছেন হজ যাত্রীদের সঙ্গে । সকালে হজ ভবনে রাজ্য হজ কমিটির তরফে হজযাত্রীদের শুভেচ্ছা জানানো হয়।

অন্যদিকে আগরতলা এম বি বি বিমানবন্দর কর্তৃপক্ষ এদিন বিমানবন্দরে হজ যাত্রীদের বিশেষ সুবিধা প্রদান করেন । হজ ভবনের নির্বাহী আধিকারিক হাফিজ উদ্দিন বলেন আগরতলা বিমানবন্দর কর্তৃপক্ষ হজ যাত্রীদের জন্য পৃথক একটি প্রস্তান গেইটের ব্যবস্থা রেখেছিল। তাতে করে হজ যাত্রীদের বিশেষত মহিলা হজ যাত্রীদের সুবিধা হয়েছে। একইভাবে এয়ারপোর্ট স্টেশন ম্যানেজার সহ একাধিক আধিকারিক সেখানে উপস্থিত থেকে হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন বিমান সংস্থার কর্মী এবং বিমানবালারা হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন। হজ যাত্রীদের প্রতি বিমানবন্দর কর্তৃপক্ষের সৌহার্দ্যপূর্ণ আচরণের জন্য রাজ্যে হজ ভবনের নির্বাহী আধিকারিক হাফিজ উদ্দিন এবং চেয়ারম্যান শাহ আলম মজুমদার বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version