প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৩ মে,,
গভীর রাতে নিজের ঘরে পান ক্ষেতের ধারালো দা দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করল এক স্বামী। রোমহর্ষক এই ঘটনা আর কে পুর থানাধীন উদয়পুর পুলিশ লাইন এলাকায়। স্থানীয় পান চাষী আশীষ দে নিজের স্ত্রী নমিতা দে (৩৭)কে গলা কেটে হত্যা করে বলে প্রাথমিকভাবে পুলিশের দাবি। সোমবার ভোরে ঘরের ভেতর মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে আর কে পুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামী আশীষ দে কে আটক করেছে।
ছবি: পুলিশ ধৃত আশিস দে
উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত দা । প্রাথমিকভাবে পুলিশ জানাই মৃতদেহ ঘরের ভেতরে যে অবস্থায় ছিল ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যে ঝাপটে ধরে মহিলাকে জবাই করা হতে পারে। পুলিশ তদন্তে জানা গেছে ১৯ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। বর্তমানে তাদের দুই ছেলে এবং এক মেয়ে সন্তান রয়েছে। কিন্তু গত কিছুদিন যাবত স্ত্রীকে সন্দেহ করতেন স্বামী। স্বামীর ধারণা ছিল স্ত্রীর পর পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। সেই সন্দেহের জেরে রবিবার গভীর রাত থেকে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার পর স্ত্রী মাটিতে পাতা বিছানায় ঘুমোতে গিয়েছিলেন। তখনই আশীষ দে ঘরের ভেতরে থাকা পান চাষের ধারালো দা দিয়ে স্ত্রীর গলা কেটে তাঁকে খুন করেন । সেই সময় ছেলেমেয়েরা পাশের ঘরে ঘুমাচ্ছিল। খুনের পর অভিযুক্ত স্বামী আশীষ দে পালিয়ে যাননি। সকালে পুলিশ দিয়ে বাড়ি থেকে তাকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে জান জেলা পুলিশ সুপার। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের ব্যাপক চাঞ্চল্য রয়েছে।