Home ত্রিপুরার খবর আগরতলা খবর উদয়পুরে সংখ্যালঘু পরিবার উচ্ছেদ-নির্যাতন! পুলিশ সদরে ডেপুটেশন যৌথ সামাজিক সংগঠনের।

উদয়পুরে সংখ্যালঘু পরিবার উচ্ছেদ-নির্যাতন! পুলিশ সদরে ডেপুটেশন যৌথ সামাজিক সংগঠনের।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২ জানুয়ারি,,

ত্রিপুরায় সংখ্যালঘু মুসলিম পরিবার উচ্ছেদ এবং তাদের উপর নির্যাতনের প্রতিবাদে এবার যৌথভাবে মাঠে নামলো নয়টি সামাজিক সংগঠন। অসহায় পরিবার গুলোর উপর সংগঠিত অত্যাচার বন্ধ করতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে মঙ্গলবার পুলিশ সদরে ডেপুটেশন দিল সামাজিক সংগঠনগুলো। সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এদিন যৌথভাবে পুলিশ সদর দপ্তরের সামনে গিয়ে ধর্না দেয় এবং ১৭টি পরিবারের নিরাপত্তার দাবিতে পুলিশ মহা নির্দেশকের উদ্দেশ্যে একটি দাবিপত্র তুলে দেয়। এই সামাজিক আন্দোলনের নেতৃত্ব ছিলেন আইনজীবী প্রবীন সিংহ।

আইনজীবী প্রবীণ সিংহ বলেন উদয়পুর রাইয়াবাড়ীতে দীর্ঘ বছর যাবত ১৭ টি সংখ্যালঘু মুসলিম পরিবার বসবাস করছে। কিন্তু গত চার মাস যাবত তাদের উচ্ছেদ করতে তাদের উপর নির্যাতন শুরু হয়েছে। চার মাসে পরপর চারবার হামলা হয়েছে পরিবারগুলোর উপর। গত ২৩ ডিসেম্বরও উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠনের সদস্যরা সংখ্যালঘু পরিবারগুলোর উপর হামলা চালায়। তাদের বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে চাইলে রাস্তা আটক করে দেওয়া হয়েছিল। পুলিশের সামনেই এসব অত্যাচার সংঘটিত হয়েছিল বলে অভিযোগ। রাইয়াবাড়ির এই নির্যাতিত ১৭টি সংখ্যালঘু পরিবারের নিরাপত্তার দাবি তুলেছে নয়টি সামাজিক সংগঠন। তারা পুলিশ মহানির্দেশকের কাছে এদিন দাবী পত্র তুলে দেয়।

এই পরিবারগুলোর নিরাপত্তা সুনিশ্চিত না হলে আগামী দিনে তারা একত্রে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন। এদিনের আন্দোলনে যৌথভাবে ছিল ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন পরিষদ, মনিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি, ত্রিপুরা তপশিলি জাতি সংগ্রাম পরিষদ, ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ, ত্রিপুরা ঝাড়খন্ডি সমাজ উন্নয়ন সমিতি , পিপল মুভমেন্টস ফর ট্রাইভেল রাইটস সহ বিভিন্ন সংগঠন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version