Home ত্রিপুরার খবর আগরতলা খবর চালক স্বার্থ বিরোধী “হিট এন্ড রান” বিল২০২৩ ! গোটা দেশের সাথে ত্রিপুরাতেও...

চালক স্বার্থ বিরোধী “হিট এন্ড রান” বিল২০২৩ ! গোটা দেশের সাথে ত্রিপুরাতেও প্রতিবাদ যানচালকদের।

0

সংবাদ প্রতিনিধ,, আগরতলা,,৩ জানুয়ারি,,

কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত “হিট এন্ড রান”বিল ২০২৩ এর প্রতিবাদে গোটা দেশের সাথে ত্রিপুরাতেও রাস্তায় নেমেছেন যান চালকরা। সড়ক দুর্ঘটনার পর ড্রাইভারদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের উল্লেখ রয়েছে এই ভয়ানক আইনে। এই প্রস্তাব সামনে উঠে আসার পরেই দেশব্যাপী যানচালকরা আন্দোলনে নেমেছেন। চালকদের অভিমত রাস্তায় একটি সাপকেও মারতে চায় না গাড়ি চালকরা। কিন্তু তারপরও বিভিন্ন কারণে দুর্ঘটনা হয়ে থাকে। এই অবস্থায় চালকদের সমস্যা বিচার না করে দেশের সরকার যেভাবে কঠোর আইন প্রণয়ন করতে চলেছে তাকে ” কালা আইন”আখ্যায়িত করে প্রতিবাদে সোচ্চার হয়েছেন চালকরা। বিভিন্ন স্থানে চলছে রাস্তা অবরোধ। দেশের পণ্য পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। দেশের সাথে ত্রিপুরাতেও কেন্দ্রীয় সরকারের এই আইনের বিরুদ্ধে আন্দোলন চলছে। গতদিনে কুমারঘাটে ট্রাক চালকরা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আন্দোলন করেন। একইভাবে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সদস্যরা এই আইনের প্রতিবাদ করে পুলিশ সদরের সামনে বিক্ষোভ দেখান।

আইন প্রত্যাহারের দাবিতে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। বুধবার আগরতলার প্যারাডাইস চৌমুনিতে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version