প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৫ জুন,,
আগরতলার ইন্দ্রনগর মুসলিম সমাজ থেকে এমবিবিএস পাস করে প্রথম ডাক্তার হওয়া আকবর হোসেনকে সংবর্ধনা জানালো ইন্দ্রনগর গাউছিয়া মসজিদ কমিটি। একই অনুষ্ঠানে এলাকার এলএলবি পাস করা আইনজীবী রুবেল হোসেনকেও সংবর্ধনা জানানো হয়েছে। মসজিদ কমিটির উদ্যোগে এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে যৌথ সহযোগিতা ছিল ত্রিপুরা গাউছিয়া সমিতি এবং অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা স্মৃতি সংসদের। শুক্রবার সন্ধ্যায় ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদের মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল বারিক। উপস্থিত জনাব আলী, মসজিদ কমিটির সম্পাদক হাবিব উদ্দিন , বিশিষ্ট সমাজসেবী বীরেশ চক্রবর্তী, সমাজসেবী মুফতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে মসজিদ কমিটির পাশাপাশি স্থানীয় বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত থেকে নিজেদের পক্ষ থেকে কৃতি ডাক্তার এবং আইনজিবীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত ইন্দ্রনগর সহ আশপাশ এলাকার সংখ্যালঘু সমাজের মধ্যে এই প্রথম আকবর হোসেন এমবিবিএস পাস করে ডাক্তার হয়েছেন। আকবর হোসেনের বাড়ি ইন্দ্রনগর জগৎপুর আচার্জি পাড়ায়। তার বাবা কুদ্দুস মিয়া একজন ব্যবসায়ী এবং মা অরুনা আহমেদ একজন আশা ফেসিলেটর। মা বাবার একমাত্র সন্তান আকবর হোসেন কর্নাটকের একটি নামি কলেজ থেকে এ বছর এমবিবিএস পাস করেছেন। তিনি পড়াশোনা জারি রেখেছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এম ডি পড়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে আইনজীবী রুবেল হোসেন হলিক্রস স্কুল থেকে পড়াশোনা শেষ করে রাজ্যে এলএলবি পাশ করেছেন এবং বর্তমানে আইনজীবী হিসেবে কাজ শুরু করেছেন। এলাকার ২ কৃতি সন্তান নিজেদের অভিব্যক্তি জানাতে গিয়ে সমাজ সেবাকে প্রাধান্য দিয়েছেন। ডাক্তার আকবর হোসেন এবং আইনজীবী রুবেল হোসেনের এই সাফল্যে ইন্দ্রনগর এলাকার মুসলিম সমাজ সহ এলাকার সব অংশের মানুষ উৎসাহিত রয়েছেন।