প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৫ জুন,,
শুক্রবার সন্ধ্যায় ফের ২ বাংলাদেশী পুরুষ মহিলা সহ ৪ ভারতীয় টাউটকে রেল স্টেশন থেকে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ। তারা রেলপথে ভারতের বহিরাজ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। ধৃত বাংলাদেশী দুজনের নাম সাকুল চরণ বৈদ্য (২৯) বাড়ি বাংলাদেশ চাঁন্দপুর এবং রূপসী রানী (২৫) বাড়ি বাংলাদেশ কুমিল্লায়।
তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ত্রিপুরায় প্রবেশ করে বহি রাজ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। তাদেরকে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে আসার ক্ষেত্রে সহযোগিতা করেছেন ভারতীয় টাউট লক্ষণ সরকার, দ্বিজেন নম দাস, সনজিৎ সাহা এবং সুমন দেব। তাদের প্রত্যেকের বাড়ি আগরতলা এডি নগরে। পুলিশ তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা নিয়ে তাদেরকে গ্রেফতার করেছে এবং শনিবার তাদেরকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।