আগরতলা,, ২২ ডিসেম্বর,,
নর্থইস্ট কাউন্সিলের প্ল্যানারি অধিবেশনে ত্রিপুরায় এসে রবিবার ধলাই জেলার আমবাসাতে রিয়াং পুনর্বাসন শিবির পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ, সহ রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব, সহ অন্যান্যরা ধলাই জেলার হাদুক পাড়ায় স্থায়ী পুনর্বাসনপ্রাপ্ত রিয়াং ভাই বোনেদের সাথে সাক্ষাৎ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রিয়াং নাগরিকদের সাথে কথা বলেন এবং তাঁদের পরিবর্তিত জীবনধারা সম্পর্কে অবহিত হন। একইভাবে এদিন কাঞ্চনপুরে অবস্থানরত ব্রু রিয়াং নাগরিকদের আর্থ সামাজিক জীবনমান বিকাশেরর মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যতের জন্য আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬ টি প্রকল্পের উদ্বোধন ও ৭ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই ১৩টি প্রকল্পে সর্বমোট ৬৬৮.৩৯ কোটি টাকা ব্যায় হবে বলে জানা গেছে।