সংবাদ প্রতিনিধি,,আগরতলা,, ১৬ অক্টোবর,,,
দূর্গা পূজার মুখে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো আগরতলার উড়ালপুল। উড়ালপুলের বটতলা এলাকায় দ্রুতগামী বাইক এবং গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই যুবকের। গাড়ির ধাক্কা খেয়ে দ্রুতগামী বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের সাইড ওয়ালে সঙ্গে ধাক্কা খায় এবং বাইকটি দুই টুকরো হয়ে যায়।
দ্রুতগতিতে দুর্ঘটনার ফলে বাইকের চালক এবং সহযাত্রী ছিটকে উড়ালপুল থেকে নিচে পরে যায়। ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে পুলিশের বিবরণ। তাদের একজনের মুখ দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়। একজনের হাত এবং পা কয়েক টুকরো হয়ে হাড় ,মাংস ছিটকে পড়ে রাস্তার উপর। বীভৎস দুর্ঘটনার দৃশ্য চোখে সহ্য করতে পারেননি প্রত্যক্ষদর্শীদের অনেকে।
রাত ১১ টায় এই দুর্ঘটনার পর খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিথর দুই যুবকের দেওয়া হাসপাতালে পৌঁছে দেয়। দুর্ঘটনাগ্রস্থ বাইকের নাম্বার TR01AE 9719। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্থ মারুতি কোম্পানির চার চাকার প্রাইভেট গাড়িটি ওএনজিসির এক কর্মচারীর বলে জানা গেছে।
সদ্য কেনা হয়েছে বলে গাড়িতে এখনো নাম্বার প্লেট পড়ে নি। যদিও দুর্ঘটনায় গাড়ি এবং গাড়ির চালকের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। খবর লেখা পর্যন্ত বাইকে এডি নগর এলাকার বিশ্বজিৎ এবং সুবীর নামে দুই যুবক ছিল সেটা বলে জানা গেছে। উৎসবের শুরুতেই রাতের শহরে দ্রুতগতির যান সন্ত্রাসে পুলিশ এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে জনমনে।