Home খেলার খবর আগরতলা প্রেস ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ।

আগরতলা প্রেস ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ।

0

আগরতলা,,১জুলাই,,

আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় এবং ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় সোমবার আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ। প্রীতি ফুটবল ম্যাচে প্রেস ক্লাব এ-টিম ২-০ গোলে পরাজিত হয় প্রেস ক্লাব বি-টিমের কাছে। বি-টিমের হয়ে গোল দুটি করে অমিত দেববর্মা ও সুব্রত দেবনাথ। ম্যাচ কে কেন্দ্র করে সাংবাদিক দের মধ্যে আনন্দ উল্লাস লক্ষ্য করা যায়। মাঠে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাব স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক ঘোষ। প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সচিব রমাকান্ত দে, এিপুরা ফুটবল এসোসিয়েশন সচিব অমিত চৌধুরী, এিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি তথা প্রাক্তন প্রেস ক্লাবের সচিব প্রনব সরকার সহ আরো অনেকে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version