প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২১ ডিসেম্বর,,
শনিবার থেকে আগরতলায় শুরু হল নর্থইস্ট কাউন্সিলের ৭২ তম প্লেনারি অধিবেশন। অধিবেশনের শুরুতে আগরতলা প্রজ্ঞাভবনে এদিন বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌরহিত্বে বৈঠক চলে। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা কান্ডু, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা। এছাড়াও এদিন আগরতলার একটি হোটেলে ব্যাংকার্স মিটিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে কেন্দ্রীয় সরকারের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।