আগরতলা,, ১৪ সেপ্টেম্বর,,
শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন অনুষ্ঠিত হলো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিসিসিআই এর এপেক্স কাউন্সিল সদস্য দিলিপ ব্যাঙ্গ সরকার, টিসিএ’র সভাপতি তপন লোধ, সচিব সুব্রত দে সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। স্বাগত ভাষণ রাখেন টিসিএ’র সচিব সুব্রত দে। এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাক্তন ক্রিকেটার, অর্গানাইজার, সেরা পুরুষ ক্রিকেটার, সেরা মহিলা ক্রিকেটার, স্টাইপেন্ড হোল্ডারস্, গ্রাউন্ড ওয়ার্কার্স, সেরা আম্পায়ার, সেরা স্কোরার, কন্ট্রিবিউশান ইন কোচিং সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ত্রিপুরার নাম উজ্জ্বল করার লক্ষ্য নিয়ে কাজ করতে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তাদের প্রতি আহ্বান রাখেন। প্রসঙ্গত চার বছর বাদে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এদিন সম্পন্ন হয়েছে