Home ত্রিপুরার খবর আগরতলা খবর অটো চালকের সততার নজির; সম্মান জানালো পূর্ব থানার পুলিশ।

অটো চালকের সততার নজির; সম্মান জানালো পূর্ব থানার পুলিশ।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৭ আগস্ট,,

নিজের অটোর মধ্যে সাড়ে তিন লক্ষ টাকার স্বর্ণালংকার সহ নগদ টাকা পাওয়ার পরে পুলিশের কাছে ফেরত দিলেন এক সৎ অটোচালক । সেই অটো চালকের নাম সুজিত সরকার (৩৯)। পূর্ব থানার পুলিশ এই সততার জন্য অটো চালককে থানায় ডেকে নিয়ে বিশেষভাবে সম্মান জানিয়েছে।

(ভিডিও দেখতে ফ্লাই বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

ঘটনার বিবরণে সদরের মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় বলেন ১৫ আগস্ট রাতে আগরতলা ধলেশ্বর থেকে সুজিত সরকারের অটোতে করে জিরানিয়া এনআইটি পর্যন্ত গিয়েছিলেন সুতপা সাহা। ভুল করে তিনি নিজের ব্যাগ অটোর মধ্যেই ফেলে যান। এই ব্যাগের ভেতরে তিন লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা ছিল। অটো চালক গাড়ির ভেতরে যাত্রীর ব্যাগ পেয়ে ঐদিন পূর্ব আগরতলা থানায় জমা করেন। পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি খোঁজ খবর করে সেই ব্যাগের মালিককে খুঁজে বের করেন।

শনিবার থানায় ডেকে এনে মহিলার হাতে তার স্বর্ণালংকার সহ সমস্ত সামগ্রী তুলে দেওয়া হয়। একইভাবে অটো চালক সুজিত সরকারকে তার সততার জন্য পরিবারের সামনে সম্মান জানান পুলিশ আধিকারিকরা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version