প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৭ আগস্ট,,
কলকাতায় আর জে কর হাসপাতালে ডাক্তার পড়ুয়া ছাত্রীকে গনধর্ষণ এবং হত্যার প্রতিবাদ সহ প্রকৃত দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে আন্দোলন জারি রয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সংক্ষেপে আই এম এ-র আহবানে শনিবার সকাল থেকে দেশব্যাপী পালিত হচ্ছে স্বাস্থ্য কর্মীদের কর্ম বিরতি। এই কর্ম বিরতিতে শামিল হয়েছেন আই এম এ-র ত্রিপুরা শাখার সদস্যরা।
আগরতলা জিবি হাসপাতাল সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে সকাল থেকে ডাক্তারদের কর্মবিরতি এবং ধর্না প্রদর্শন চলছে। সন্ধ্যায় আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হবে প্রতিবাদ মিছিল। আরজে করের ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আগে পর্যন্ত এই ধরনের প্রতিবাদ জারি থাকবে বলে আই এম এ-র রাজ্য নেতৃত্ব জানিয়েছেন।