আগরতলা,, ১৮ নভেম্বর,,
নেশা মুক্ত সমাজ গঠন এবং সুস্থ সংস্কৃতির বিকাশে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করার বার্তা দিয়ে শনিবার অনুষ্ঠিত হলো আগরতলা অক্সিলিয়াম গার্লস স্কুলের ২০তম বার্ষিক অনুষ্ঠান। নন্দননগর স্থিত অক্সিলিয়াম গার্লস স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ২০তম বার্ষিক অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর মহকুমা শাসক মানিক লাল দাস , উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার জোপলিন সুচিয়াং, স্কুলের সম্পাদক মার্সেলিনা সাংমা সহ অন্যান্যরা।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
সমাজ সচেতনতামূলক নাটক, নৃত্য এবং সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এক মনোগ্য সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রীরা উপস্থিত অতিথিদের রীতিমত মুগ্ধ করে। এদিনের অনুষ্টানকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দিপনা পরিলক্ষিত হয় শিক্ষক অভিবাবক সহ ছাত্রীদের মধ্যে ।