Home আন্তর্জাতিক সংবাদ ৫ শতাংশ সংরক্ষণ পাবেন মুক্তিযোদ্ধার পরিবার: রবিবার রায় ঘোষণা বাংলাদেশ সুপ্রিম কোর্টের।

৫ শতাংশ সংরক্ষণ পাবেন মুক্তিযোদ্ধার পরিবার: রবিবার রায় ঘোষণা বাংলাদেশ সুপ্রিম কোর্টের।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,,সোনামুড়া,,২১ জুলাই,,

বাংলাদেশে চলমান অস্থিরতার মধ্যেই কোটা নিয়ে বড় ঘোষণা করল সেই দেশের সর্বোচ্চ আদালত। বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংরক্ষণ পুরোপুরি তুলে না দিলেও, সংশোধন ঘটানোর পক্ষে নির্দেশ দিল। রবিবার সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পরিবারের ছেলেমেয়েরা সরকারি চাকরিতে ৫ শতাংশ সংরক্ষণ পাবেন। ২ শতাংশ সংরক্ষিত থাকবে উপজাতি এবং শারীরিকভাবে অক্ষমদের জন্য। বাংলাদেশ সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে, সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগই হবে মেধার ভিত্তিতে। তিন মাসের মধ্যে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে হবে বাংলাদেশ সরকারকে। সুপ্রিম কোর্টের এই রায়কে ছাত্র আন্দোলনের বড় জয় বলে দাবি করা হচ্ছে।

অন্যদিকে বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে সে দেশ ছেড়ে মাতৃভূমিতে ফিরে আসছেন বাংলাদেশের পড়তে যাওয়া ভারতের বিভিন্ন রাজ্যের ছাত্র-ছাত্রীরা। রবিবারও সোনামুড়া শ্রীমন্তপুর স্থলবন্দর দিয়ে ১৬২ জন ছাত্রছাত্রী দেশে প্রবেশ করেছে। বিএসএফ এদিনও তাদের বিশেষভাবে সহযোগিতা করে। একইভাবে এদিন আগরতলা আখাউড়া স্থল বন্দর দিয়েও ছাত্রছাত্রীরা দেশে প্রবেশ করেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version