প্রতিধ্বনি প্রতিনিধি,,সোনামুড়া,,২০ আগস্ট,,
দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের জেল থেকে ছাড়া পেয়ে দেশের বাড়িতে ফিরলেন রাজ্যের সোনামুড়া দুর্গাপুরের বাসিন্দা মোহাম্মদ শাহাজাহান বিলাস। ১৯৮৮ সালের শেষের দিক থেকে বাংলাদেশ পুলিশের হাতে ধরা পরার পর কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন শাহজাহান বিলাস। বাংলাদেশ পুলিশ বিভিন্ন মিথ্যা মামলায় তাকে আদালতে তুললে সেখানে তার ১১ বছরের সাজা হয়েছিল। ১১ পর জেলে থাকার পর পরবর্তীকালে দীর্ঘ বছর তাকে অনৈতিকভাবে জেলে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। বাংলাদেশ জেলে অনৈতিকভাবে ভারতের ত্রিপুরার নাগরিককে আটকে রাখার খবর পায় আগরতলার ‘জারা ফাউন্ডেশন’ সংস্থার চেয়ারম্যান মোশাহিদ আলী। পরে তিনি বিশেষভাবে উদ্যোগ নিয়ে দুই দেশের সরকারের সাথে কথা বলে তার মুক্তির ব্যবস্থা করেন। মঙ্গলবার ২০ আগষ্ট কুমিল্লার বিবির বাজার হয়ে সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে উভয় দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।
৬২ বছরের শাহজাহানের স্ত্রী, ছেলে সহ পরিবার রয়েছেন এখানে। দীর্ঘ বছর পর দেশের মাটিতে নিজের বাড়িতে ফিরতে পেরে অত্যন্ত খুশি রয়েছেন মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন এই মুক্তির স্বাদ যেন স্বর্গ লাভের অনুভূতি। ভারতীয় সীমান্তে বিএসএফের আধিকারিক সহ সোনামুড়া থানার পুলিশ আধিকারিক তাকে স্বাগত জানান