Home ত্রিপুরার খবর আগরতলা খবর ২৪- এর মধ্যেই বৈদ্যুতিক হচ্ছে আগরতলা- সাব্রুম রেল লাইন । বিশ্বমানের হবে...

২৪- এর মধ্যেই বৈদ্যুতিক হচ্ছে আগরতলা- সাব্রুম রেল লাইন । বিশ্বমানের হবে আগরতলা রেলওয়ে স্টেশন : জি এম

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১১ অক্টোবর,,

২০২৪ সালের মার্চ মাসের মধ্যে ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত রেললাইনে বৈদ্যুতিকরণের কাজ শেষ হয়ে যাবে। দুই-তিন দিনের মধ্যেই বদরপুর ধর্মনগরের মধ্যে রেল লাইনের বৈদ্যুতিকরণের জন্য পরীক্ষামূলক ভাবে বিদ্যুৎ সঞ্চালন করা হবে। পাশাপাশি এ বছরের নভেম্বর মাসের মধ্যে বদরপুর থেকে আগরতলা পর্যন্ত রেল পরিষেবা পুরোপুরি বৈদ্যুতিক হয়ে যেতে পারে। রেল লাইনে বৈদ্যুতিক লাইন বসানোর কাজ জোর কদমে এগিয়ে চলছে। মঙ্গলবার সন্ধ্যায় আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব।

তিনি বলেন ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে সাব্রুম পর্যন্ত রেল পরিষেবা বিদ্যুৎ চালিত হয়ে যাবে। ট্রেন পরিষেবায় বৈদ্যুতিকরণ হলে রেলের গতি অনেক বেড়ে যাবে । একই সাথে সাংবাদিক সম্মেলনের জেনারেল ম্যানেজার জানান ২৩৫ কোটি টাকা খরচা করে আগরতলা স্টেশনকে বিশ্বমানের রেলওয়ে স্টেশনে উন্নীত করা হবে। এই সমস্ত কাজের অগ্রগতি সহ অনুষঙ্গিক আরো কিছু কাজ সরেজমিনে খতিয়ে দেখতে আগরতলায় এসেছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। সঙ্গে রয়েছেন লামডিং এর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার তথা ডিআরএম প্রেম রঞ্জন কুমার এবং সার্কেল অফিসার বিবেক শ্রীবাস্তবকে। এদিন তারা সাংবাদিক সম্মেলনের আগে মহাকরণে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা এবং পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। রাজ্যের রেলের কাজকর্মের বিষয় নিয়ে আলোচনা করেন।

পাশাপাশি তিনি জানান ১৫ অক্টোবর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা এবং সাব্রুম এর মধ্যে নতুন করে আরো একটি ডেমো ট্রেন চালু করা হবে। সেইসঙ্গে মুম্বাই থেকে আগরতলার মধ্যে লোকমান্য তিলক এক্সপ্রেস অনুষ্ঠানিক ভাবে সূচনাও আগরতলা রেলওয়ে স্টেশনে এক্সেলেটর সার্ভিস চালু করা হবে। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আরো অনেকে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version