Home ত্রিপুরার খবর ১৮ ঘণ্টা আগে ফাঁস উত্তরপত্র! স্থগিত করা হলো এডিসির নিয়োগ পরীক্ষা।

১৮ ঘণ্টা আগে ফাঁস উত্তরপত্র! স্থগিত করা হলো এডিসির নিয়োগ পরীক্ষা।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৮ জুন,,

পরীক্ষার আগ মুহূর্তে ফাঁস হয়ে গেল ত্রিপুরা ট্রাইবেল এড়িয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তথা টিটিএডিসি প্রশাসন পরিচালিত চাকরি পরীক্ষার উত্তরপত্র । রবিবার দুপুর ১২:৩০ থেকে এডিসি পরিচালিত “সাব জুনাল ডেপুটি অফিসার” এবং “ডেপুটি প্রিন্সিপাল অফিসার”-র ১১০ টি শূন্য পদ পূরণের পরীক্ষা ঘোষিত ছিল। এই ১১০ টি পদে পরীক্ষায় অংশ নিতে মোট ২৬ হাজার চাকুরী প্রার্থী আবেদন করেছিলেন। প্রশ্নপত্র থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্র এবং সমস্ত প্রস্তুতি সেরে নিয়েছিল এডিসি প্রশাসন এবং সেই পরীক্ষা পরিচালনার জন্য গঠিত বিশেষ বোর্ড। রবিবার দুপুর ১২:৩০ থেকে ২:৩০ পর্যন্ত পরীক্ষা সংঘটিত হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার দুপুরের পরে জানা যায় এই পরীক্ষার উত্তরপত্র ফাঁস হয়ে গেছে। ঘটনা জানাজানি হওয়ার পর মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজের সামাজিক মাধ্যমে উত্তর পত্র ফাঁসের বিষয়টি তুলে ধরেন। তিনি বিষয়টি নিয়ে এডিসি প্রশাসনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আইএএস সিকে জমাতিয়ার দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন এবং পরীক্ষা বাতিল করতে বলেন। কিছুক্ষণের মধ্যেই এডিসি প্রশাসন আগরতলা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন করে এই উত্তরপত্র ফাঁসের বিষয়টি জানিয়ে আগামীকালকের ঘোষিত পরীক্ষা স্থগিত করে দেয়।

মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আই এ এস সি কে জমাতিয়া বলেন এই উত্তরপত্র ফাঁস নিয়ে বিভাগীয় তদন্ত হবে। একইভাবে শনিবার রাতেই এই বিষয়ে পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করবে এডিসি প্রশাসন। তিনি আরো বলেন আগামী ১০ দিনের মধ্যে এই পরীক্ষার পুনরায় দিনক্ষণ ঠিক করে জানানো হবে। তবে উত্তরপত্র কিভাবে ফাঁস হয়ে গেছে তা নিয়ে স্পষ্ট করে তিনি কিছু বলতে পারেননি। তিনি বলেন বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে। প্রসঙ্গত এডিসি প্রশাসনের অধীনে এইভাবে চাকরি পরীক্ষার উত্তরপত্র ফাঁস হওয়ার ঘটনা এই প্রথম। বিষয়টি নিয়ে প্রশাসনের অন্দরে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠে আসছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version