সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১৮ ডিসেম্বর,,
ত্রিপুরা সরকারের খাদ্য দপ্তরে লয়ার ডিভিশন ক্লার্ক পদে অফার পেয়েছেন ৩৭ জন। জেআরবিটির মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভাগ্যবান ৩৭ জন চাকরির অফার পেয়েছেন। সোমবার সচিবালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী চাকুরী প্রাপ্ত ৩৭জনের হাতে হলুদ খাম ভর্তি অফার লেটার তুলে দেন।
এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ও অধিকর্তা । অফার হাতে দিয়ে এক সংক্ষিপ্ত আলোচনায় মন্ত্রী সুশান্ত চৌধুরী কঠিন পরিস্থিতিতেও সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে দেশ এবং রাজ্যের উন্নতি করতে নবাগতদের আহ্বান রেখেছেন। অফার প্রাপ্তদের প্রত্যেকেই বিভিন্ন মহকুমার মহকুমা শাসকের কার্যালয়ের খাদ্য দপ্তরের শাখায় কাজে যোগ দেবেন বলে জানা গেছে।