Home ত্রিপুরার খবর হর্ষ বিষাদ! সরস্বতী পূজার দিনে পৃথক পৃথক দুর্ঘটনায় আহত একাধিক।

হর্ষ বিষাদ! সরস্বতী পূজার দিনে পৃথক পৃথক দুর্ঘটনায় আহত একাধিক।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১৪ ফেব্রুয়ারি,,

বুধবার সরস্বতী পূজার দিনে পৃথক পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক যুবক-যুবতি সহ পুরুষ-মহিলা। এদিন বিশালগড় বাইপাস সড়কের লকডাউন বাজার এলাকায় বাইক দুর্ঘটনায় আহত হন স্বামী- স্ত্রী সহ এক পথচারী বৃদ্ধ মহিলা। জানাযায় TR01AK6411 নাম্বারের বাইক নিয়ে আগরতলা রাধানগর এলাকার অবিনাশ শীল এবং তার স্ত্রী পদ্মা রানী সূত্রধর উদয়পুর মাতাবাড়ি যাচ্ছিলেন। পথে বিশালগড় বাইপাস লকডাউন বাজার সড়কে এক বৃদ্ধা মহিলা রাখি রানী দাস হঠাৎ করে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। তখনই অবিনাশ শীলের বাইকের সাথে ধাক্কা লাগে ওই বৃদ্ধার। বৃদ্ধাকে বাঁচাতে দ্রুতগতিতে ব্রেক কষে রাস্তার পাশে ছিটকে পড়েন স্বামী- স্ত্রী । আহত হন পথচারী বৃদ্ধাও। আশপাশের লোকজন উপস্থিত হয়ে আহত বৃদ্ধাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পৌঁছে দেয়। অন্যদিকে স্বামী-স্ত্রী দুজনকে পরে উদ্ধার করেন হাসপাতালে পৌঁছায় দমকল কর্মীরা।

জানাযায় দুর্ঘটনার পড়ে ঘটনার স্থল থেকে বাইক নিয়ে পালানোর চেষ্টা করেন স্বামী-স্ত্রী । স্থানীয় লোকজন তখন তাদেরকে আটক করে উত্তম মাধ্যম দেয় বলে জানা গেছে। তাদের দুজনেরও চিকিৎসা চলছে হাসপাতালে।

অন্যদিকে মান্দাই বাজার এলাকায় সরস্বতী পূজা দেখতে বেরিয়ে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এক মহিলা।আহত মহিলারা নাম নাম শুকরানী দেববর্মা (৪৫)। গুরুতর আহত অবস্থায় পরবর্তীকালে মহিলাকে জিবি হাসপাতালে আনা হয়।

হাসপাতালে মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অন্যদিকে সরস্বতী পূজার দিন বিদ্যুৎ লাইন সাড়াইয়ের কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক ইলেকট্রিক কর্মী। নাম প্রণয় আচার্য ।বাড়ি চৌহমনী বাজার এলাকায়।

বর্তমানে ওই ইলেকট্রিক কর্মীর চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। এছাড়াও এদিন আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক দুর্ঘটনা এবং দুর্ঘটনায় হতাহতের খবর আসছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version