Home ত্রিপুরার খবর স্বাধীনতা দিবসের প্রাক্কালে ৭ম বাহিনী টিএসআরের তিরঙ্গা রেলি।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ৭ম বাহিনী টিএসআরের তিরঙ্গা রেলি।

0
Oplus_0

আগরতলা,, ১৪ আগস্ট,,

ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে, ৭ম বাহিনী টিএসআর সাংকুমবাড়ি থেকে জাম্পুইজলা পর্যন্ত একটি সচেতনতা রেলি বের করেছ। মিছিলে ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ও অন্যান্য অফিসার এবং জম্পু জেলা মহকুমা শাসক উপস্থিত ছিলেন। বাহিনীর অফিসার ও জওয়ানরা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীদের মাঝে জাতীয় পতাকা ও চকলেট বিতরণ করে। এই রেলিকে কেন্দ্র করে নাগরিক মহলে বিশেষ উৎসাহ লক্ষ্য নিয়ছিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version