Home আন্তর্জাতিক সংবাদ সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। শপথ নিলেন সোমবার।

সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। শপথ নিলেন সোমবার।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১১ নভেম্বর,,

দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন সঞ্জীব খন্না। সোমবার সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় বিচার বিভাগের সর্বোচ্চ পদে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে সঞ্জীব খন্না এদিন দায়িত্ব গ্রহণ করলেন। গত ২৪ অক্টোবরই ডিওয়াই চন্দ্রচুড় (প্রাক্তন বিচারপতি)-র উত্তরসূরী হিসেবে সঞ্জীব খান্নার নাম ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। প্রধান বিচারপতি হিসাবে রবিবার সুপ্রিম কোর্টে শেষদিন ছিল চন্দ্রচূড়ের। সোমবার থেকে প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্না কাজ শুরু করেছেন। তবে মাত্র ৬ মাসের জন্য তিনি প্রধান বিচারপতির পদে বসছেন । আগামী ২০২৫ সালের ১৩ মার্চ তিনি অবসর গ্রহণ করবেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version