Home জাতীয় খবর সভ্য সমাজে এটা হয় না,বাংলাদেশে দ্রুত শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে: সাংসদ বিপ্লব কুমার...

সভ্য সমাজে এটা হয় না,বাংলাদেশে দ্রুত শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে: সাংসদ বিপ্লব কুমার দেব।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৪ আগস্ট,,

ত্রিপুরায় এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে প্রতিবেশী বাংলাদেশের ঘটনাবলী নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। সাংসদ বিপ্লব কুমার দেব ক্ষমতার পরিবর্তনের পর বাংলাদেশ সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একইভাবে বাংলাদেশে খুব শীঘ্রই শান্তির শৃঙ্খলা ফিরে আসবে এবং মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন।

(সাংসদ বিপ্লব কুমার দেবের বক্তব্য শুনতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

বুধবার রাজধানীতে একটি কর্মসূচিতে যাওয়ার পর সাংসদ বিপ্লব দেবের কাছে বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। সাংসদ শ্রী দেব বলেন “ক্ষমতায় পরিবর্তন আসে যায়। কিন্তু যেই দেশে আমরা জন্মগ্রহণ করি সেই দেশের অস্তিত্ব শেষ করার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। ক্ষমতার পরিবর্তন ত্রিপুরাতেও হয়েছিল। সিপিআইএম ২৫ বছর রাজত্ব করার পর আমি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। ত্রিপুরাতে তো এমন হয়নি! ক্ষমতা পরিবর্তনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন অত্যন্ত নিন্দনীয়। পরিকল্পিতভাবে মৌলবাদীরা এটা করেছে। বাংলাদেশের যেটা হয়েছে সেটা মানব সমাজে মানা যায় না। অসভ্য সমাজে এটা হতে পারে।” তিনি বলেন ” বাংলার মাটি এমন না। বাংলার মাটি বাংলার মানুষ সেটার প্রতিবাদ করবে। বাংলাদেশের সাধারণ মানুষ এসবের সঙ্গ দেবে না এবং সেখানে অবশ্যই শান্তির শৃঙ্খলা ফিরে আসবে। বাংলাদেশ আমাদের পরশি দেশ। পড়শি দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো। সাংসদ হিসেবে আমি বাংলাদেশের মানুষের কাছে দাবি জানাবো নিজেকে ব্যবহার হতে দেবেন না। রাজনৈতিক পরিবর্তনে হতেই পারে তার জন্য কোন জাতি গোষ্ঠীর উপর আক্রমণ করে সমাজব্যবস্থাকে শেষ করে দেওয়ার প্রভাব শেষ পর্যন্ত নিজের মধ্যেও আসে। খুব কম সময়ের মধ্যে বাংলাদেশের শান্তির শৃঙ্খলা ফিরে আসবে এবং সবাই সবার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।”

অন্যদিকে স্বাধীনতা দিবসকে সামনে রেখে ‘ হর ঘর তিরঙ্গা ‘ কর্মসূচির অঙ্গ হিসেবে মন্দিরে সাফাই এবং বিবেকানন্দের বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে পুষ্প অর্পণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version