Home ত্রিপুরার খবর আগরতলা খবর সড়ক দুর্ঘটনায় প্রতি ১ ঘন্টায় মৃত্যু ১৯ জনের! সচেতন হওয়ার আহ্বান ট্রাফিক...

সড়ক দুর্ঘটনায় প্রতি ১ ঘন্টায় মৃত্যু ১৯ জনের! সচেতন হওয়ার আহ্বান ট্রাফিক পুলিশের।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২৯ ফেব্রুয়ারি,,

দেশে প্রতি ঘন্টায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে ১৯ জনের। এর মধ্যে ৭১ শতাংশ হলো ১৮ থেকে ৪৫ বছরের যুবক। কোন ধরনের কারণ ছাড়াই শুধুমাত্র সড়ক সুরক্ষার নিয়ম সঠিকভাবে পালন করছেন না বলে দুর্ঘটনায় তাদের মৃত্যু হচ্ছে। এটা দেশ এবং সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দুর্ভাগ্যের। ত্রিপুরা ট্রাফিক পুলিশের উদ্যোগে আইসিআইসিআই লম্বার্ড-র সহযোগিতায় সড়ক সুরক্ষার উপর আয়োজিত প্রচার অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরেন রাজ্য পুলিশের ডিআইজি আইপিএস মনচাক ইপ্পার।

টাউন হলে আয়োজিত প্রচার অভিযানে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নিয়েছিলেন। সেখানে প্রধান অতিথি ছিলেন ডিআইজি মনচাক ইপ্পার । উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস, পশ্চিম জেলা পুলিশ সুপার ডঃ কিরণ কুমার,আইসিআইসিআই লম্বার্ড-র ত্রিপুরার ভাইস প্রেসিডেন্ট শৈলেন্দ্র শর্মা, চিপ ম্যানেজার (মার্কেটিং) সুমিত শর্মা সহ অন্যান্য আধিকারিক।

অনুষ্ঠানে ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস বলেন ত্রিপুরা রাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে একজনের প্রাণ যাচ্ছে। তিনি বলেন জাতীয় সড়কে দুর্ঘটনা বেশি হচ্ছে এবং সন্ধ্যার পরে দুর্ঘটনায় বেশি লোক মারা যাচ্ছেন। ত্রিপুরার ক্ষেত্রেও সড়ক দুর্ঘটনায় বাইক চালক এবং যুব অংশের মৃত্যু সংখ্যা বেশি। দুর্ঘটনা এড়াতে তিনি বাইক চালকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং সড়ক সুরক্ষার নিয়মাবলী সঠিকভাবে মেনে চলার আহ্বান জানান। এদিন উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়। দুর্ঘটনা এড়াতে এবং দুর্ঘটনায় প্রাণহানি কমাতে আইসিআইসিআই লম্বার্ড দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে ত্রিপুরাতেও প্রতিবছর হেলমেট বিতরণ করছে। কর্পোরেট সংস্থার এই ধরনের সামাজিক কর্মসূচির প্রশংসা করেন পুলিশ আধিকারিকরা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version