প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২৪ জুলাই,,
ত্রিপুরার সাংসদ হিসেবে এবার সংসদ অধিবেশনে রীতিমতো রেকর্ড তৈরি করলেন বিপ্লব কুমার দেব। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেটের উপর বক্তব্য রাখতে গিয়ে টানা ৪০ মিনিট ভাষণ রাখেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। শুধু ভাষন নয়; নরেন্দ্র মোদি সরকারের উন্নয়নের উপর তথ্য নির্ভর আলোচনা সহ বিরোধীদের সমালোচনা করে সংসদে রীতিমতো ঝড় তুলে দেন ত্রিপুরার ঘরের ছেলে বিপ্লব । সাংসদ বিপ্লব কুমার দেব যখন একটানা ৪০ মিনিট যখন ভাষণ দিচ্ছিলেন তখন অধ্যক্ষকে মনোযোগ সহকারে সেই ভাষণ শুনতে দেখা গেছে। টেবিল থাপরে বিপ্লব কুমার দেবের ভাষণের সমর্থন করতে দেখা গেছে বিজেপির অনেক কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদ সদস্যকে। এমনকি হাসিমুখে তৃণমূল কংগ্রেসের সাংসদদের ‘দাদা’ বলে সম্বোধন করে সংসদ বিপ্লব দেবের তথ্যনির্ভর আলোচনায় এদিন বিরোধী দলের অনেকেরও মনোযোগ লক্ষ্য করা গেছে । তৃণমূল কংগ্রেসের কয়েক জন সাংসদ বিপ্লব দেবকে আটকাতে চাইলেও কংগ্রেস থেকে তৃণমূল উত্থানের প্রসঙ্গ টেনে তিনি তাদের মুখ বন্ধ করে দেন ।
সাংসদ বিপ্লব কুমার দেব বাজেটের গুরুত্বপূর্ণ দিক গুলি উল্লেখ করে কৃষক ,বেকার এবং মহিলা সহ বিভিন্ন ক্ষেত্রে থেকে উন্নয়নের জন্য কাজ করা হবে সেগুলি তুলে ধরেন। কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন যে কংগ্রেস দল সংবিধান হাতে নিয়ে শপথ গ্রহণ করেন তাদের শাসনে ৭০ বার দেশে ৩৫৬ ধারা জারি করে সংবিধানকে হত্যা করা হয়েছে। তিনি কংগ্রেস এবং সিপিআইএমের আঁতাত নিয়েও এদিন বিরোধীদের কটাক্ষ করেন। সাংসদ বিপ্লব কুমার দেব বলেন ত্রিপুরাতে কংগ্রেস সরকার থাকাকালীন সময়ে কেন্দ্র থাকা তাদেরই সরকার রাষ্ট্রপতি শাসন জারি করে সিপিএমের হাতে ক্ষমতা তুলে দিয়েছিল। ভাষণের সময় কয়েকজন তৃণমূল সাংসদ বিপ্লব দেবকে খোঁচা দিতে চাইলে তিনি তাদের পাল্টা খোঁচা দিয়ে রীতিমতো মুখ বন্ধ করে দেন। তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদদের উদ্দেশ্য করে বলেন তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় কংগ্রেস এবং সিপিআইএম মিলে মাথা ফাটিয়ে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকায় তিনি বাংলার ক্ষমতা দখল করতে পেরেছেন। এখন সেই দলের সাংসদরা কংগ্রেসের সাথে ১ আসনে বসে আছেন। তৃণমূল সাংসদকে উদ্দেশ্য করে বিরোধী আসন ছেড়ে সরকার পক্ষের আসনে বসার আহ্বান রাখেন তিনি। সাংসদ বিপ্লব কুমার দেব বলেন দেশের প্রকৃত কল্যাণ সম্ভব হবে একমাত্র নরেন্দ্র মোদির সঙ্গে থেকে। কংগ্রেসের সঙ্গে থাকলে শুধু পারিবারিক কল্যাণ হবে। সাংসদ শ্রীদেব এদিন মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে এক বারো উত্তর পূর্বাঞ্চলের আসেননি বলে অভিযোগ তোলেন। একইভাবে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি কতবার উত্তর পূর্বাঞ্চলে এসেছেন তার তথ্য তুলে ধরেন। মিজোরাম থেকে আগত রিয়াং জনজাতিদের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে তাদের ভোটাধিকার দেওয়ার উল্লেখ করে মোদি সরকার জনজাতিদের প্রকৃত বিকাশ করছে বলে দাবি করেন। পাশাপাশি তিনি বলেন এই বাজেট রাষ্ট্রের বিকাশের স্বার্থে বাজেট। প্রসঙ্গত ত্রিপুরার কোন সাংসদ কে আগে এইভাবে সংসদ অধিবেশনে সুর চড়াতে দেখা যায়নি। ইতিপূর্বে বামফ্রন্টের সাংসদরা ত্রিপুরা থেকে মনোনীত হয়ে সংসদে গেলেও তাদেরকে খামটি মেরে বসে থাকতে দেখা যেত। এমনকি বিজেপির আগের দুইজন সাংসদ সংসদে মাঝেমধ্যে কথা বললেও বিপ্লব দেবের মত এত দীর্ঘ সময় ভাষণ রাখতে কাউকে দেখা যায়নি। সাংসদ বিপ্লব কুমার দেব ত্রিপুরার সাংসদ হিসেবে দীর্ঘক্ষণ সংসদে জোরালো ভাষণ রেখে দিল্লির বুকে রীতিমত নজির তৈরি করেছেন। সাংসদ বিপ্লব দেবের মতে ২০৪৭ সাল পর্যন্ত ভারতের জনতা পার্টির সরকার দেশে টিকে থাকবে এবং ৪০০ আসন পার করে বিরোধীদের যোগ্য উত্তর দেবে।