সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২৫ নভেম্বর,,
শনিবার থেকে শুরু হল ত্রিপুরা রাজ্যের সরকারি শিক্ষক সমিতি তথা টি.জি.টি.এ(এইচ.বি.রোড) এর ৭ম এি-বার্ষিক সম্মেলন। এদিন আগরতলা টাউন হলের সামনে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে বামপন্থী এই শিক্ষক সমিতির দু দিনব্যাপী সম্মেলনের শুরু হয়। সম্মেলনে রাজ্য ব্যাপী ২৩টি মহকুমা কমিটি থেকে ৬৬০জন শিক্ষক প্রতিনিধির উপস্থিতি হয়েছেন।

প্রকাশ্যে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষক নেতৃত্ব দেশ এবং রাজ্যের বর্তমান পরিস্থিতিতে চলা এক অভূতপূর্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আলোচনার উঠে আসে বর্তমান সরকারের সপ্তম বেতন কমিশন প্রদানের নামে প্রতারণা এবং শিক্ষক কর্মচারীদের ডি এ বঞ্চনা । এই সম্মেলনে উপস্থিত ছিলেন এসটিএফআই এর সহ-সাধারণ সম্পাদক সুকুমার পাইন। টিজিটিএ সাধারণ সম্পাদক সুকান্ত ব্যানার্জি। টিইসিসির সাধারণ সম্পাদক স্বপন বল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।