প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৪ জুন,,
আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে সোমবার বিশেষ অভিযান শুরু করল রাজ্য ট্রাফিক পুলিশ বিভাগ। ট্রাফিক পুলিশ সুপার আইপিএস মানিক দাসের নেতৃত্বে এই অভিযান চলে বটতলা, নাগেরজলা সহ আগরতলা শহরের বিভিন্ন ব্যস্ততম রাস্তাগুলোতে। রাস্তার উপর যে সমস্ত যানবাহন বেআইনিভাবে পার্কিং করা ছিল সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। একইভাবে ছোট- বড় যানবাহন চালকদের সতর্ক করে দেওয়া হয় রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে তারা যাতে যাত্রী পরিবহন না করে। ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস জানান শহরকে যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের এই ধরনের অভিযান নিয়মিত রয়েছে।
ট্রাফিক পুলিশ সুপার জানান গত ছয় মাসে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে বেআইনি পার্কিং এবং ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য মোট ২১ হাজার ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলোর মধ্য থেকে ৭ হাজার ড্রাইভিং লাইসেন্স সাময়িক কালের জন্য বরখাস্ত করে দেওয়া হয়। শুধু তাই নয় ট্রাফিক পুলিশ সুপার জানান বারবার অভিযান করে যান চালকদের সতর্ক করে দেওয়া হচ্ছে তারা যাতে আইন লঙ্ঘন না করেন। কিন্তু অভিযানের পরও যারা নিয়ম-নীতি মানছেন না তাদের বিরুদ্ধে আগামী দিনে আরো কঠোরভাবে মাঠে নামবে প্রশাসন। আগামী দিনে বেআইনি পার্কিং সহ ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে ট্রাফিক সুপার হুমকি দিয়েছেন।