সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৮ মার্চ,,
বুধবার পশ্চিম ত্রিপুরা আসনের পর বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরা আসনেও জনঢলের মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করল বিজেপি প্রার্থী। এদিন পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা মনোনয়নপত্র জমা করেন।

কৃতি সিং দেববর্মার মনোনয়নপত্র দাখিলের মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। সেই মিছিলেও জাতি-উপজাতি, ধর্ম -বর্ণের মানুষের জনঢল লক্ষ্য করা গেছে। মুখ্যমন্ত্রী বলেন এই লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হচ্ছে। নরেন্দ্র মোদিজির উন্নয়নের গ্যারান্টিতে দেশের মানুষ উনার সঙ্গে রয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিটি আসনে বিগত বছরের তুলনায় ১০ শতাংশ ভোট বৃদ্ধির লক্ষ্যমাত্রা দিয়েছিলেন। কিন্তু ত্রিপুরার দুটি আসনেই ভোটের পরিমাণ সেই লক্ষ্যমাত্রার অনেকদূর ছাড়িয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন।