Home ত্রিপুরার খবর আগরতলা খবর রেল স্টেশনে জিআরপির তৎপরতা; পরপর ধৃত নেশা কারবারি এবং আদম বেপারী।

রেল স্টেশনে জিআরপির তৎপরতা; পরপর ধৃত নেশা কারবারি এবং আদম বেপারী।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৫মার্চ,,

সোমবার রাতে আগরতলা রেলস্টেশনে পৃথক পৃথকভাবে দুজনকে আটক করলো জিআরপি থানার পুলিশ। তাদের মধ্যে একজনের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯০ কেজি শুকনো গাঁজা। অন্য আরেকজনকে আটক করা হয়েছে আন্তর্জাতিক মানব পাচার চক্রে জড়িত থাকার সন্দেহে। এই বিষয়ে আগরতলা জিআরপি পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে পৃথক ভাবে দুজনকে আটক করা হয় এবং পরে দুটি মামলায় তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে।এদিন রাতে জি আর পি থানা এবং আর পি এফ মিলে আগরতলা রেল স্টেশন এক ব্যক্তি কে আটক করে। ধৃতের বাড়ি বিহার । তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৯০ কেজি শুকনো গাঁজা।

সে এই গাঁজা গুলি রেলে করে বিহার পাচার করতে চেয়েছিল। আগরতলা জি আর পি থানার পুলিশ এন ডি পি এস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। একই রাতে জিআরপি থানার পুলিশ মানব পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক করে এক টাউটকে। ধৃতের নাম পরীক্ষিত দাস ওরফে সানা ।

তার বাড়ি আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায়। জি আর পি থানার পুলিশের দাবি সে আন্তর্জাতিক মানব পাচারের সাথে জড়িত রয়েছে। পুলিশ তার বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার ধৃতকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আর্জি জানানো হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version