Home ত্রিপুরার খবর রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজ্য জ্বালানি সংকট; দুদিনের মধ্যেই হবে সমাধান।

রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজ্য জ্বালানি সংকট; দুদিনের মধ্যেই হবে সমাধান।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩ এপ্রিল,,

লামডিং পাহার লাইনে পণ্যবাহী রেল বেলাইন হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল রেললাইন। রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ২৭ এপ্রিল থেকে যাত্রীবাহী রেলসহ পণ্যবাহী রেল চলাচলের ক্ষেত্রে ত্রিপুরায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যার কারণে ত্রিপুরাতে সঠিকভাবে ঢুকতে পারছে না জ্বালানি । গত তিন দিন যাবতই রাজধানী সহ রাজ্যের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্প গুলিতে জ্বালানি সংকট তৈরি হয়েছে।

যদিও এর আগেই রাজ্য সরকার জ্বালানি বন্টনের ক্ষেত্রে বিভিন্ন পাম্প কর্তৃপক্ষকে রেশনিং ব্যবস্থা চালু করতে নির্দেশ দিয়েছিল। অধিকাংশ পেট্রোল পাম্প প্রথমদিকে সেই রেশনিং পদ্ধতি চালু করেনি। এর ফলে রাজ্যে জ্বালানি বিশেষত পেট্রোল সংকট বর্তমানে অনেকটাই তীব্রতর বলে খবর। অধিকাংশ পাম্পে পেট্রোল নেই বলে সাইনবোর্ড ঝোলানো রয়েছে। যে এক দুটি পাম্পে পেট্রোল দেওয়া হচ্ছে সেগুলিতে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। প্রায় দুই থেকে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে বাইকে মাত্র দুই লিটার তেল পাওয়া যাচ্ছে। এনিয়ে বাইক সহ যানবাহন চালকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তবে আগরতলার এক ব্যবসায়ী বলেন আগামী ১-২ দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। জানা গেছে পাহার লাইনের যে জায়গাতে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল তা ইতিমধ্যেই সারাই করা হয়েছে।

পরীক্ষামূলকভাবে সেই রেললাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন এবং হালকা ওজনের পণ্যবাহী রেল ঢুকছে। আজকে রাতের মধ্যেই ভারী পণ্যবাহী রেল তথা জ্বালানি সহ ওয়াগন ঢুকতে পারে। আজকে রাত্রে ধর্মনগর পর্যন্ত ওয়াগন চলে আসলে কালকের মধ্যেই তা রাজ্যের সমস্ত পাম্পে পৌঁছে যাবে এবং পরশুদিন থেকে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version