সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৮ অক্টোবর,,
মান্দাই এডিসি এলাকায় মসজিদে ঢুকে আজান বন্ধের হুমকি এবং ভাঙচুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগের তীর মথা কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে রবিবার বিকেলে মান্দাই বিধানসভা কেন্দ্রের রানির বাজার হড়িন্যা মুড়া এলাকায়। অভিযোগ স্থানীয় মথা কর্মী শান্তু দেববর্মার নেতৃত্বে একদল যুবক রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ হঠাৎ মসজিদে হামলা করে। তারা টাক্কাল, কোদাল এবং কুড়াল নিয়ে মসজিদের টিনের বেড়া ভেঙ্গে দেয়। ভিতরে ঢুকে ভাংচুরের চেষ্টা হয়। ইমাম সাহেব বের হলে হামলাকারীরা ইমাম সাহেবকে ধাক্কা দেয় এবং শারীরিক হেনস্থা করে বলে অভিযোগ। যদিও পরবর্তীকালে স্থানীয় উপজাতি অংশের লোকজন ঘটনার প্রতিবাদে এগিয়ে আসলে অভিযুক্তরা চলে যায়। মসজিদ কমিটি সঙ্গে সঙ্গে এই ঘটনা বোধজঙনগর থানার পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে। অন্যদিকে এই ঘটনার পর প্রতিবাদে নেমে আসেন স্থানীয় একাধিক মথা নেতৃত্ব থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব। বিজেপি সংখ্যালঘুর সদর গ্রামীণ জেলার সভাপতি আমজাদ হোসেন জানান এই এলাকায় দীর্ঘকাল ধরেই প্রায় ৫০ পরিবার মুসলিম বসতি রয়েছে। জাতি উপজাতির সম্প্রীতি এবং মেলবন্ধনের মধ্য দিয়েই এলাকার লোকেদের বসবাস। কিন্তু তারপরও রবিবার ঠিক কি কারণে মসজিদে এভাবে হামলা হলো তা নিয়ে স্থানীয় লোকজন কিছুই বুঝে উঠতে পারছেন না। বিষয়টি মান্দাই কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দেববর্মাকে জানানো হয়েছে। স্বপ্না দেববর্মা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং আগামীকালকে এলাকা পরিদর্শনের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। একই সাথে বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি শাহ আলম মজুমদার আগামী কালকে ঘটনাস্থলে যাবেন বলে জানিয়েছেন । মথা সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বরাবরই রাজ্যের সংখ্যালঘুদের পৃথক সম্মান এবং সহানুভূতি দেখিয়ে কথা বলেন। এই অবস্থায় এডিসি এলাকাতে মহারাজের দলীয় কর্মীদের দ্বারা সংখ্যালঘু মুসলিমদের মসজিদে হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় জাতি- উপজাতির মানুষ অভিযুক্ত শান্তু দেববর্মা সহ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি তুলেছেন।