Home আন্তর্জাতিক সংবাদ রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত ঈদ উৎসব; শুভেচ্ছা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর।

রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত ঈদ উৎসব; শুভেচ্ছা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩১ মার্চ,,

সোমবার গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর। ঈদ উৎসবকে কেন্দ্র করে হিন্দু মুসলিম জাতির উপজাতি সব অংশের সম্প্রীতি প্রিয় মানুষদের মধ্যে উৎসাহ রয়েছে। এদিন সকালে আগরতলা গেদু মিয়া মসজিদসহ রাজ্যের সর্বত্রই মসজিদ এবং ঈদগাহগুলিতে ঈদের নামাজ পাঠ করেন ধর্মপ্রাণ মুসলিমরা। নামাজ শেষে চলে শুভেচ্ছা বিনিময়। ঈদ উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বী লোকেরা বাড়ি ঘরে সুস্বাদু সেমাই ,পিঠে এবং বিরিয়ানির আয়োজন করে থাকেন। ঈদকে কেন্দ্র করে রাজ্যের সর্বত্রই শুভেচ্ছার বন্যা বইছে। সামাজিক মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিপড়া মথা দলের সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজিব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ একাধিক নেতা মন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব।

পশ্চিম নোয়াবাদীতে ঈদের নামাজ এবং শুভেচ্ছা বিনিময়

ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version