প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩ নভেম্বর,,
রবিবার ছিল ভ্রাতৃ দ্বিতীয়া । রাজ্যে যথাযোগ্য মর্যাদায় এই পবিত্র তিথিটি পালিত হচ্ছে। ভাইদের মঙ্গল কামনায় নিয়ম মেনে ফোটা দিচ্ছেন বোনেরা। ভাইফোঁটা উৎসব সামিল হয়েছেন রাজ্যে শাসক দলে বিজেপির মহিলা মোর্চার বোনেরা। ভ্রাতৃ দ্বিতীয়া উপলক্ষে এদিন বোনেদের কাছ থেকে ভাইফোঁটা গ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীকে ভাইফোঁটা দিয়ে তার মঙ্গল কামনা করেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মহিলারা। এই মঙ্গল অনুষ্ঠানে আগত সকল বোনেদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এই শুভ তিথিতে রাজ্যের সকল বোনদের সুখ, সমৃদ্ধি ও সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ কাজ করার অঙ্গীকার করেছেন মুখ্যমন্ত্রী।