প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২ অক্টোবর,,
বুধবার ২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন তথা গান্ধী জয়ন্তী। ভারতবর্ষের অহিংসার পূজারী মহাত্মা গান্ধীর জন্মদিনটিকে গোটা বিশ্বে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয় l আমাদের রাজ্যেও এই দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালন করে। ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আগরতলা শহরে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে স্বচ্ছতা অভিযান করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র সহ একাধিক পুর কর্পোরেটর।
একইভাবে মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আগরতলা শহরে শোভাযাত্রা বের করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই মিছিলে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল রায়, পীযূষ বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একইভাবে মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে খয়েরপুর দলুরা পঞ্চায়েতের উদ্যোগে এলাকার প্রবীণ লোকেদের সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়েরপুর এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। তিনি মহাত্মার জন্মদিনে এলাকার নাগরিকদের দেশপ্রেমী হতে আহ্বান রাখেন