Home ত্রিপুরার খবর আগরতলা খবর রাজ্যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কংগ্রেস; মিছিল করে চিঠি মুখ্য সচিবের কাছে।

রাজ্যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কংগ্রেস; মিছিল করে চিঠি মুখ্য সচিবের কাছে।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২১ নভেম্বর,,

রাজ্যের বন্যা দুর্গতদের পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ সহ গন্ডাছড়া, কদমতলা এবং রানীরবাজারে সাম্প্রদায়িক হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে মুখ্য সচিবের কাছে লিখিতভাবে দাবি জানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।

প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা বৃহস্পতিবার মুখ্য সচিবকে লিখিতভাবে এই দাবি জানিয়েছেন। কংগ্রেস সভাপতি দাবি করেছেন বিগত দিনে বন্যায় রাজ্যের ৩০ জনের বেশি লোক মারা গেছেন। বহু লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে সর্বস্বান্ত হয়েছেন। কংগ্রেস তৎকালীন সময়ে দাবি জানিয়েছিল এই বন্যা পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হোক। কিন্তু তা হয়নি। অন্যদিকে বন্যায় যারা সর্বস্ব হারিয়েছেন তাদেরকেও এখনো সঠিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে কংগ্রেসের অভিযোগ। একইভাবে গন্ডা ছাড়াই সাম্প্রদায়িক হিংসায় শতাধিক মানুষ বাড়িঘর ছাড়া হয়েছেন। সাম্প্রদায়িক হিংসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কদমতলা এবং রানীবাজার কৈতরাটিলা এলাকার লোকজন । তাদের অধিকাংশ পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ পায়নি। অবিলম্বে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি। অন্যদিকে রাজ্যের অসংগঠিত শ্রমিকদের স্বার্থে বিভিন্ন দাবি নিয়ে এদিন আগরতলায় মিছিল করে গণ ডেপুটেশন দেয় প্রদেশ কংগ্রেস।

কংগ্রেসের অভিযোগ ক্ষমতায় আসার আগে বিজেপি শ্রমিক স্বার্থে কথা বললেও গত সাত বছরে শ্রমিকরা বঞ্চিত রয়েছেন। তাই তাদের স্বার্থে কংগ্রেস এদিন শহর দাপিয়ে মিছিল করে গণডেপুটেশন দেয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version