সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১৯ মার্চ,,
মঙ্গলবার সকালে রাজধানীর আগরতলার রাধানগর রাধামাধব সংঘ এলাকায় এক যুবক রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়ার ঘটনায় উপস্থিতি জনমনে চাঞ্চল্য তৈরি হয়। রক্তাক্ত যুবককে রাস্তার উপর পড়ে থাকতে দেখে উপস্থিত লোকজন ১১২ নম্বরে ফোন করে খবর জানান। খবর পেয়ে কুঞ্জবন ফায়ার স্টেশনের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। দমকল কর্মীরা জানান ঐ যুবক সঠিক ভাবে নাম ঠিকানা বলতে পারেনি। আহত যুবকের মাথায় এবং শরীরের বিভিন্ন অংশ আঘাতের চিহ্ন ছিল। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।