Home ত্রিপুরার খবর মুসলিমদের যোগ্য মর্যাদা দিতে পারে তিপরা-মথা; দাবি শাহ আলমের।

মুসলিমদের যোগ্য মর্যাদা দিতে পারে তিপরা-মথা; দাবি শাহ আলমের।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২১ জুন,,

মর্যাদা রক্ষার লড়াইয়ে রাজ্যের মুসলিম অংশের ভোটারদের তিপড়ামথায় টানতে চাইছেন টিসিএফ-র ভাইস প্রেসিডেন্ট মোঃ শাহ আলম। শাহ আলম বলেন “কোন জাতীয় রাজনৈতিক দলে নয়। রাজ্যের সংখ্যালঘু মুসলিম অংশের নাগরিকরা নিজেদের যোগ্য মর্যাদা এবং সম্মান পেতে পারেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের তিপড়ামথা দলে। ” তিনি বলেন ত্রিপুরার রাজারা বরাবরই সংখ্যালঘু মুসলিম অংশকে বিশেষ সম্মান এবং ভালোবাসা দিয়ে নিজেদের কাছে টেনে রেখেছেন। বর্তমান সময়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বরাবরই সংখ্যালঘু মুসলিম নাগরিকদের বুকে আগলে রেখে তাদের ধর্মীয় এবং আর্থ সামাজিক অধিকার সুরক্ষিত রাখতে সচেষ্টা রয়েছেন। সেক্ষেত্রে রাজ্যের মুসলিম নাগরিকদের মহারাজের হাত ধরে তিপড়া মথার সাথে মিশে যাওয়া উচিত বলে তিনি অভিমত ব্যক্ত করেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তিনি দলীয় নেতৃত্বকে মাঠে ঝাঁপিয়ে পড়ে ভোটারদের মথায় সামিল করার আহ্বান রাখেন। শাহ আলম বলেন শ্রম দিলে ছোটো দলে কাজ করেও নিজের সংগঠনকে বড় জায়গায় নেওয়া যায়। সেই প্রচেষ্টাতেই তিনি কাজ করছেন।

প্রসঙ্গত আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলায় তিপড়া-মথার মাইনোরিটি সেলের উদ্যোগে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন টিসি এফ-র ভাইস প্রেসিডেন্ট মোঃ শাহ আলম। উপস্থিত ছিলেন তিপরা মথার এডভাইজারি কমিটির সদস্য দিলীপ দেববর্মা সহ টিসিএফের সাধারণ সম্পাদক সেন্টু মিয়া। সেই ঘরোয়া মিটিংয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক সংখ্যালঘু মুসলিম নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কয়েকজন শাসকদল বিজেপি সহ সিপিআইএম এবং কংগ্রেসের সংখ্যালঘু শাখা সংগঠনের নেতৃত্ব রয়েছেন বলেও খবর। তাদের অধিকাংশই মর্যাদার লড়াইয়ে মহারাজের নেতৃত্বে তিপরা মথা দলকে সমর্থন করে দলের মাইনরিটি সেলকে চাঙ্গা করতে মাঠে নেমে কাজ করার অঙ্গীকার করেছেন । মোঃ শাহ আলম পঞ্চায়েত এলাকার সংখ্যালঘু মুসলিম অংশের ভোটকে অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে বিভক্ত না করে তিপড়া মথাকে শক্তিশালী করার আহ্বান জানান। মথার বৈঠকে কেন্দ্র করে সংখ্যালঘু মুসলিম অংশের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্যনিয়ছিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version