Home ত্রিপুরার খবর মুখ্যমন্ত্রী জন্য আরোগ্য যোজনা প্রকল্প চালু হচ্ছে রাজ্যে: মন্ত্রী সুশান্ত চৌধুরী।

মুখ্যমন্ত্রী জন্য আরোগ্য যোজনা প্রকল্প চালু হচ্ছে রাজ্যে: মন্ত্রী সুশান্ত চৌধুরী।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৬ ফেব্রুয়ারি,,

ত্রিপুরাতে চালু হতে চলেছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প। এই আওতায় চার লক্ষ পনের হাজার পরিবার পাঁচ লক্ষ টাকা করে চিকিৎসা সাহায্য পাবেন। এর জন্য প্রতিবছর সরকারের খরচ হবে বাড়তি ১০৪কোটি টাকা। কেন্দ্রের আয়ুষ্মান যোজনায় যারা যুক্ত হয়েছেন তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের পর মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়টি জানিয়েছেন রাজ্যের খাদ্য ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর হাত ধরে এই প্রকল্পের সূচনা হবে। মন্ত্রী আরো বলেন এই প্রকল্পের আওতায় রোগীরা হাসপাতাল থেকে ছুটি নেওয়ার পর ১৫ দিনের ঔষধ বিনামূল্যে পাবেন। তিনি আরো বলেন রাজ্য সরকারের কর্মচারীরাও এই প্রকল্পের আওতায় সুযোগ নিতে পারবেন। কিন্তু তার জন্য কর্মচারীদের বছরে পাওয়া চিকিৎসা খাতের ৫ হাজার টাকা ত্যাগ করতে হবে। এছাড়াও যুব বিষয়ক ক্রীড়া দপ্তরে ২২৬টি পদে জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর নিয়োগ সহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version