Home ত্রিপুরার খবর আগরতলা খবর মানবিক মুখ্যমন্ত্রী; কনভয় দাঁড় করিয়ে উদ্ধার করলেন দুর্ঘটনায় আহতকে।

মানবিক মুখ্যমন্ত্রী; কনভয় দাঁড় করিয়ে উদ্ধার করলেন দুর্ঘটনায় আহতকে।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৫ ডিসেম্বর,,

রবিবার ফের একবার মুখ্যমন্ত্রীর মানবিক মুখ দেখা গেল জাতীয় সড়কে। সরকারি কার্যক্রম সেরে উদয়পুর থেকে আগরতলা আসার পথে দুর্ঘটনাগ্রস্ত এক যুবককে উদ্ধার করলেন মুখ্যমন্ত্রী। নিজের ব্যক্তিগত দেহরক্ষীকে সঙ্গে দিয়ে কনভয়ের একটি গাড়িতে আহতকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন। মুখ্যমন্ত্রীর তৎপরতায় দ্রুত চিকিৎসা পরিষেবা পেয়ে খবর লেখা পর্যন্ত অনেকটাই বিপদমুক্ত রয়েছেন দুর্ঘটনায় আহত যুবক। ঘটনার বিবরণে জানা যায় রবিবার দুপুরে একটি সরকারি কর্মসূচি শেষ করে উদয়পুর থেকে আগরতলা ফিরছিলেন মুখ্যমন্ত্রী। জাতীয় সড়কে গকুলনগর রাস্তার মাথায় গাড়ি এবং স্কুটির সংঘর্ষে এক যুবককে রাস্তায় পড়ে থেকে ছটফট করতে দেখেন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে এই দুর্ঘটনার দৃশ্য দেখে মুখ্যমন্ত্রী নিজের কনভয় দাঁড় করান। নিজে গাড়ি থেকে নেমে সেই আহতকে উদ্ধার করতে তৎপরতা শুরু করেন।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

দেহরক্ষী এবং উপস্থিত পুলিশ কর্মীদের নির্দেশ দেন আহতকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছাতে। আগেই উপস্থিত লোকজন দমকল বিভাগে ফোন করেছিলেন। কিন্তু দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগতে পারে এই আশঙ্কায় মুখ্যমন্ত্রী নিজের কনভয়ের সঙ্গে থাকা একটি গাড়িতে সেই আহতকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। মুখ্যমন্ত্রীর এই মানবিক ভূমিকায় সেখানে উপস্থিত লোকজন রীতিমতো অভিভূত হয়েছেন। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হাসপাতালে চিকিৎসকদের সাথে ফোনে যোগাযোগ করে আহতকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী নিজের সামাজিক মাধ্যমে ঘটনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একইভাবে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে আরো অধিক সতর্ক থেকে যানবাহন চালানোর পরামর্শ করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version