প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২৩ ডিসেম্বর,,
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ। ২৩ শে ডিসেম্বর এক সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেন বোর্ডের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী। বোর্ডের ঘোষণা অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৫ ফেব্রুয়ারি থেকে। একই দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। জানুয়ারি মাসের ১০ তারিখ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আবেদনপত্র পূরণের কাজ শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে।