প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৮ সেপ্টেম্বর,,
পুলিশকে ম্যানেজ করে গাড়ি ভর্তি করে মাদক পাচারের সময় জনতা আটক করলো এক মাদক কারবারিকে। সেই গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ। শনিবার রাতে এই ঘটনা শহরতলীর শালবাগান এলাকায় । ঘটনার বিবরণে জানা যায় গান্ধীগ্রাম এলাকার কুখ্যাত নেশা কারবারী নির্মলের কাছ থেকে এই অবৈধ নেশা সামগ্রী নিয়ে আগরতলা যাচ্ছিলেন সুবির সাহা। এয়ারপোর্ট থানার পুলিশের কাছে খবর থাকলেও পুলিশ মাদক কারবারিকে ধরতে কোন ব্যবস্থা নেয়নি। পরবর্তীকালে শালবাগান এলাকায় যেতেই গাড়ি সহ সুবির সাহাকে আটক করে স্থানীয়রা। গাড়ির ভেতরে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ।

পরবর্তী সময় ঘটনাস্থলে যান এসডিপিও এনসিসি সুব্রত বর্মন সহ অন্যান্য পুলিশ কর্মী। চাপের মুখে এয়ারপোর্ট থানার পুলিশ মাদক কারবারীকে গ্রেফতার করতে বাধ্য হয়। স্থানীয়দের অভিযোগ এয়ারপোর্ট থানার ওসিকে মোটা অংকের টাকা কমিশনের বিনিময়ে এই মাদক পাচার চলছে।