প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১ সেপ্টেম্বর,,
রাজ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও মন্ত্রিসভার বৈঠকে বেকারদের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিজেপির মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে পুরুষ এবং মহিলা বিভাগে ৯১৬ জন নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেপ্টেম্বর মাসেই জেআরবিটির পরীক্ষার ফলাফল তথা চাকরি ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। একইভাবে পর্যটন দপ্তরে ৫১ জন এবং তথ্য সংস্কৃতি দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৯ হাজার টাকা ১২ হাজার টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের এসপিও জোয়ানদের। শনিবার এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্য সরকারের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রিসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রীর সাংবাদিক সম্মেলনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করুন।