Home ত্রিপুরার খবর জেলার খবর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশালগড়ের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশালগড়ের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, বিশালগড়,, ২২ এপ্রিল,,

আগামীকাল মঙ্গলবার ১০ বৈশাখ থেকে শুরু হচ্ছে বিশালগড়ের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। ১০ বৈশাখ থেকে ১৫ বৈশাখ ৬ দিন ব্যাপী চলবে এই মেলা। কাঠের তৈরি আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত রকমের বিক্রির সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে মেলাকে জমজমাট করে তুলবেন ব্যবসায়ীরা। সোমবার ঐতিহ্যবাহী বৈশাখী মেলার আয়োজক কমিটির কনভেনার জিতেন্দ্র চন্দ্র সাহা সাংবাদিক সম্মেলনে এই বিষয়টি জানিয়েছেন।

জিতেন্দ্র চন্দ্র সাহা বলেন মেলাতে যারা পসরা সাজিয়ে বসবেন তাদের কাছ থেকে মাটি ভাড়া অর্থাৎ ভিটির জন্য কোন টাকা নেওয়া হবে না। তবে লাইট ব্যবহার করলে বিদ্যুৎ খরচা দিতে হবে । বিশালগড়ের বিধায়ক সুশান্ত সাহার নির্দেশে মেলায় ভিটি ভাড়া ছাড় দেওয়া হয়েছে বলে জানা গেছে। মেলাতে রকমারি জিনিসপত্রের পসরার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান । থাকবে নাগরদোলা এবং অন্যান্য বিনোদনের আয়োজন। বিশালগড়ের ‌ঐতিহ্যবাহী বৈশাখী মেলাতে রাজ্যবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক বৃন্দ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version