প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৫ এপ্রিল,,
বিজেপির হয়ে লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে আসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার রাত ৯ টা নাগাদ বিশেষ বিমানে অমিত শাহ আগরতলা এমবিবি বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা।
রাতে তিনি দলীয়ভাবে রাজ্য কর্মকর্তাদের নিয়ে বৈঠকে অংশ নেন এবং নির্বাচনী রণকৌশল ঠিক করেন। সোমবার তিনি বিজেপি প্রার্থীদের হয়ে কুমারঘাটে জনসভা এবং একাধিক নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।