প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৫ এপ্রিল,,
বিজেপির হয়ে লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে আসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার রাত ৯ টা নাগাদ বিশেষ বিমানে অমিত শাহ আগরতলা এমবিবি বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা।
রাতে তিনি দলীয়ভাবে রাজ্য কর্মকর্তাদের নিয়ে বৈঠকে অংশ নেন এবং নির্বাচনী রণকৌশল ঠিক করেন। সোমবার তিনি বিজেপি প্রার্থীদের হয়ে কুমারঘাটে জনসভা এবং একাধিক নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
Recent Comments