Home ত্রিপুরার খবর আগরতলা খবর বিশালগড় বাইপাসে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ: আহত কলেজ ছাত্রী, পুলিশ কর্মী সহ...

বিশালগড় বাইপাসে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ: আহত কলেজ ছাত্রী, পুলিশ কর্মী সহ চারজন

0

সংবাদ প্রতিনিধি,, বিশালগড়,, ৫ ডিসেম্বর,,

বিশালগড় বাইপাস সড়কে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন কলেজ পড়ুয়া তিন ছাত্র ছাত্রী সহ এক পুলিশ কর্মী। এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা নাগাদ। প্রত্যক্ষদর্শীর বিবরণ বাইপাস সংলগ্ন লকডাউন বাজার এলাকায় দ্রুতগামী TR01AC4546 নম্বরের বাইকের সঙ্গে সংঘর্ষ হয় TR07F9570 নাম্বারের বাইকের। একটি বাইকে ছিলেন পুলিশকর্মী দীপক মারাক। অন্য বাইকে ছিলেন তিনজন কলেজ পড়ুয়া যথাক্রমে কিষান দেবনাথ, ছাত্রী সানাই এবং অনামিকা।

লক ডাউন বাজারে দ্রুত গতিতে কলেজ পড়ুয়ার বাইক পুলিশের বাইকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় পুলিশকর্মী সহ অন্য বাইকে থাকা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে খবর দেন বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত চার জনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যান । আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version