সংবাদ প্রতিনিধি,, বিশালগড় ,, ১০ ফেব্রুয়ারি,,
আর্থিক লেনদেনের বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তির ছুরিকাঘাতে মৃত্যু হল আরেকজনের। চাঞ্চল্যকর এই খুন কাণ্ড শনিবার দুপুরে বিশালগড় থানাধীন কড়ুইমুড়া বাজারে। মৃত ব্যক্তির নাম শরীফ মিয়া (৩৫)। সে পেশাই বুলেরো পিকআপ ভ্যানের চালক। তাঁর বাড়ি বিশালগড় রঘুনাথপুর। এই ঘটনাতে আরও একটি যুবক আহত রয়েছেন।

অভিযোগ শরীফ মিয়াকে শনিবার দুপুরে বাড়ি থেকে ডেকে আনে লিটন নামে প্রতিবেশী একটি যুবক। কড়ুইমুড়া বাজারে যাওয়ার পর ফাইজ মিয়া নামে এক ব্যক্তি তাঁকে মারধর করে এবং পরে ছুরি দিয়ে পরপর কয়েকবার আঘাত করে। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শরিফ মিয়ার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে গোপন কোন ব্যবসার আর্থিক লেনদেনের বিবাদকে কেন্দ্র করে এই খুন সংগঠিত হয়েছে।
ছবি-মৃতের বাড়িতে কান্নার রোল
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ সহ মহকুমা পুলিশ আধিকারিক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রের দাবি পুলিশ খুনে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে। তবে খবর লেখা পর্যন্ত এই খুনের বিষয়ে পুলিশ স্পষ্ট করে কিছুই জানায়নি। দিন দুপুরে প্রকাশ্য খুনের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে।