Home ত্রিপুরার খবর আগরতলা খবর “বার্তাবাহক” পুরস্কার ২০২৫ পুরস্কারে ভূষিত এিপুরার পূর্ণিমা প্রকাশনীর কর্ণধার।

“বার্তাবাহক” পুরস্কার ২০২৫ পুরস্কারে ভূষিত এিপুরার পূর্ণিমা প্রকাশনীর কর্ণধার।

0

আগরতলা ,,৩ সেপ্টেম্বর,,

আজ আগরতলার বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হল এক সংবর্ধনা সভা অনুষ্ঠান l অনুষ্ঠানে কলকাতা থেকে আগত এক প্রতিনিধি দলের উপস্থিতিতে “পূর্ণিমা প্রকাশনীর” কর্ণধার পূর্ণিমা সেনগুপ্তর হাতে “বার্তাবাহক অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করেন “বার্তাবাহক” পএিকার সম্পাদক জীবন ভট্টাচার্য l কলকাতা থেকে প্রকাশিত এই পএিকা এবছর ভারতের বিভিন্ন রাজ্যের মোট ১৮ জনকে এই পুরস্কার প্রদান করে l আজকের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পুলিশ সাহিত্যিক ড: প্রণব সেনগুপ্ত,কলকাতা থেকে আগত কান্তি ভট্টাচার্য,রুপা ভট্টাচার্য,সবিতা ভট্টাচার্য সহ অনেকে l আজকের এই অনুষ্ঠানটি এক কথায় সুন্দর হয়ে ওঠে l

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version