Home জাতীয় খবর বাজেটের বিরুদ্ধে এক জোট বিরোধীরা; সংসদ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন।

বাজেটের বিরুদ্ধে এক জোট বিরোধীরা; সংসদ ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, ২৪ জুলাই,, কেন্দ্রীয় বাজেট নিয়ে বুধবার একসঙ্গে বিক্ষোভ দেখালো বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট। বুধবার সকালে সংসদ ভবনের সামনে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোট একসঙ্গে মঙ্গলবার পেশ করা বাজেট নিয়ে বিরোধিতায় সরব হন। মঙ্গলবার ২০২৪-২৫ অর্থবছরে বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশ হওয়ার পর থেকেই এর বিরোধিতায় সরব রয়েছেন বিরোধী দলের সাংসদরা। বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই বাজেটকে “কুর্সি বাঁচাও” বাজেট বলে কটাক্ষ করেছেন। কারণ বাজেটে পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যকে বঞ্চিত করে বিহার এবং অন্ধ্রপ্রদেশে ঢালাও অর্থ বরাদ্দ করা হয়েছে। রাহুল গান্ধীর পাশাপাশি বাজেটের বিরোধিতায় সরব হয়েছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে , তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মহুয়া মৈত্র-সহ অন্যান্য বিরোধী সাংসদ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বাজেটকে “ধ্বংসাত্মক বাজেট” বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেস সভাপতি খাড়্গের বাসভবনে বৈঠকে বসেছিলেন বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের সংসদ নেতৃত্ব। সেই বৈঠকে বাজেটের বিরোধিতায় বিক্ষোভ কর্মসূচি নির্ধারণ করা হয়েছিল। বুধবার সংসদ ভবন চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাজেটের বিরুদ্ধে এক যোগে বিরোধীরা প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান। একইভাবে জানা গেছে বাজেটের বিরোধিতা করে আগামী ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। সেই বৈঠকে থাকবেন না কংগ্রেস শাসিত রাজ্যের কোন মুখ্যমন্ত্রীও। বাজেট বিরোধীতায় আগামী দিনে কংগ্রেস রাজ্যে রাজ্যে বিক্ষোভ করতে পারে বলেও খবর রয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version